স্টাফ রিপোর্টার :
আদম ব্যবসায়ীদের মাধ্যমে বিদেশ গিয়ে প্রতারনার শিকার, চাঁপাইনবাবগঞ্জের ভুক্তভোগী ২০ যু্বকের পরিবারের সদস্যরা মানববন্ধন করেছে।
চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন এলাকার থেকে উচ্চ বেতনের আশায় খাদেম নামে এক আদম ব্যবসায়ীর মাধ্যমে বিদেশে গিয়ে কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করা এসব যুবকের পরিবারের সদস্যরা প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর কাছে সহযোগিতা চান।
মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা বলেন, স্থানীয় খাদেম নামে এক অদম ব্যবসায়ী প্রায় সাত লাখ টাকা নিয়ে মধ্যপাচ্যের বিভিন্ন দেশ ও ভালো কাজ লাখ টাকা বেতনের কথা বলেছিলো। কিন্ত বিদেশ গিয়ে তাদের স্বজনরা কোন কাজ না পেয়ে মানবেতর জীবনযাপন করছে। অন্যদিকে বিদেশ যাওয়ার সাত লাখ টাকা শোধ দিতে গিয়ে ঋনের জালে জড়িয়ে পড়েছেন তারা।
মানববন্ধন থেকে, স্বজনদের দেশে ফিরিয়ে আনার দাবি জানান, সেই সাথে প্রতারক আদম ব্যবসায়ীর শাস্তি দাবি করেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।