ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় জমি দখলে বাধা দেয়ায় দুই দফায় হামলা করে পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলরসহ চারজনকে পিটিয়ে আহত করা হয়েছে। আহতদের মাঝে দুই জনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
বুধবার (০৪ জুন) ভালুকা পৌরসভার কাঁঠালী এলাকায় ওই ঘটনাটি ঘটে। ওই ঘটনায় ৯ জনের নাম উল্লেখসহ ৩০-৩৫ জনকে আসামী করে ভালুকা মডেল থানায় অভিযোগ দেয়া হয়েছে।
থানায় দেয়া অভিযোগ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, বাটারফ্লাই ম্যানুফ্যাকচারিং কোম্পানী লিমিটেড ২০১৮ সালে ঢাকার মতিঝিলের গুলশান-২’র কেএম জাকির হোসেনের নিকট থেকে কাঁঠালী মৌজার এস এ দাগ ২৬৮ নম্বরসহ বিভিন্ন দাগের ৮ একর ৮৭ শতক সম্পত্তি ক্রয় করে ভোগ দখলে আছে। এদিকে, স্থানীয় জনৈক কামরুল ঢালী গতকাল বুধবার সকালে নিজের দাবি করে খুঁটি ও বেড়া দিয়ে বাটারফ্লাইয়ের দখলে থাকা জমি থেকে ২-৩ বিঘা জমি দখলে নেয়ার চেষ্টা করে।
ওই সময় খবর পেয়ে বাটারফ্লাইয়ের স্থানীয় প্রতিনিধি পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর মাহাবুবুল আলম দুলুসহ অন্যান্যরা বাধা দিতে গেলে দখলকার প্রতিপক্ষরা দেশীয় অস্ত্র নিয়ে তাদের উপর হামলা চালায়। পরবর্তীতে বাধা প্রদানকারীরা কারখানা গেইটে ফিরে আসলে পতিপক্ষরা সেখানে এসে তাদের উপর দ্বিতীয় দফা হামলা চালায়। এতে, মাহবুবুল আলম দুলু (৫০), সবুজ মিয়া (৫৩), আবুল কালাম (৪০) ও আশিক ফকির (৩০) আহত হন।
ওই ঘটনায় মাহাবুব আলম বাদি হয়ে ভালুকা মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগে কাঠালী গ্রামের কামরুল ইসলাম ঢালী, পৌর বিএনপির সদস্য একই এলাকার আমান উল্যাহ তাজুন সহ ৯ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরো ৩০-৩৫ জনকে আসামী করা হয়েছে।
বাদি জানান, বাটারফ্লাইয়ের কেনা জমির সাফকবলা দলিল করার সময় কামরুল ঢালী নিজেই সনাক্তকারী হয়েছেন। বর্তমানে তিনি ওই জমি থেকে জমি দাবি করছেন। তাছাড়া, বিগত আওয়ামী সরকারের সময় আওয়ামীলীগের প্রভাবশালী নেতা আমান উল্যাহ খান মাখনের সাথে বাটারফ্লাই কোম্পানীতে ব্যবসা করেছেন। তিনি তার উপর হামলার শাস্তি দাবি করেন।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ হুমায়ুন কবির জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ওই ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলমান রয়েছে, তদন্ত শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।