আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:–
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় লাইসেন্স নবায়ন না করে দীর্ঘদিন ধরে পরিচালিত দুটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা ও সিলগালা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৭ আগস্ট) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দীপজন মিত্রের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলো- আপডেট ডায়াগনস্টিক সেন্টার ও জনসেবা ডায়াগনস্টিক সেন্টার।
অভিযানের সময় কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েম, ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।
কুড়িগ্রাম জেলা সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস জানান, ডায়াগনস্টিক সেন্টার দুটি দীর্ঘদিন ধরে লাইসেন্স নবায়ন না করেই কার্যক্রম চালিয়ে আসছিল। বারবার সতর্ক করার পরও তারা বিভিন্ন অজুহাত দেখিয়ে লাইসেন্স নবায়নে অনীহা প্রকাশ করে।
ভূরুঙ্গামারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও ) দীপজন মিত্র বলেন, নিয়ম না মেনে সেবা প্রদান করায় প্রতিটি প্রতিষ্ঠানকে ৫০০ টাকা করে জরিমানা করা হয়েছে এবং সেগুলো সিলগালা করে সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।