মোহা:আতিকুর রহমান আতিক, রাজশাহী :
রাজশাহী ছয়টি সংসদীয় আসনের ভোট কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে নির্বাচনী সরঞ্জাম। শনিবার (৬ জানুয়ারী) বেলা ১১ টা থেকে রাজশাহীর ৭৭০ টি কেন্দ্রে কেন্দ্রে ভোটের সকল সরঞ্জাম পাঠানো হচ্ছে। রবিবার ভোর চারটা থেকে ছয়টার মধ্যে সকল কেন্দ্রে পাঠানো হবে ব্যালট পেপার।
তবে বিশেষ ব্যবস্থাপনায় দুর্গম অঞ্চল হওয়ায় ৯টি কেন্দ্রে ব্যালট পেপারসহ সকল সরঞ্জাম পাঠানো হয়েছে আজ। প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাডিং অফিসারসহ কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এ সকল সরঞ্জাম বুঝে নিচ্ছেন।
এবার রাজশাহীর ছয়টি সংসদীয় আসনের ৭৭০টি কেন্দ্রের মোট ভোটার সংখ্যা হচ্ছে ২১ লাখ ৭৭ হাজার ৭১৪ জন। এ সকল কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য রাজশাহী জেলার ৬টি সংসদীয় আসনে ১৮ প্লাটুন সেনাবাহিনী, ২২ প্লাটুন বিজিবি, পুলিশের প্রায় ৪ হাজার ২০০ জন, র্যাবের ২০০ জন ও আনসার সদস্য ৯২৪০ জন দায়িত্ব পালন করবেন। এছাড়া ৪৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের পাশাপাশি নির্বাচনি অনুসন্ধান কমিটি দায়িত্ব পালন করবেন।