আন্তর্জাতিক ডেস্ক :
মিয়ানমারে সামরিক শাসনের তিন বছরের শেষ দিনে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জান্তা সরকার। এর আগে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি জান্তাবাহিনী গণতান্ত্রিকভাবে নির্বাচিত অং সান সুচির সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে। সেই হিসেবে দেশটিতে সামরিক শাসনের তিন বছর পূর্ণ হয়ে গেছে ৩১ জানুয়ারি। তিন বছর পূর্ণ হওয়ার শেষ দিনে বুধবার (৩১ জানুয়ারি) দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ছয় মাস বাড়িয়েছে জান্তা সরকার।
দেশটির সংবাদমাধ্যম ইরাবতীতে বুধবার প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়, মিয়ানমারের ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি কাউন্সিল গতকাল বুধবার দেশটিতে জরুরি অবস্থার মেয়াদ আরও ৬ মাস বাড়ানোর বিষয়ে সম্মত হয়েছে। ফলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া সাধারণ নির্বাচন ফের পিছিয়েছে।