চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ ১,২,ও৩ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীরা নির্বাচিত হয়েছেন।
চাঁপাইনবাবগঞ্জ ১ (শিবগঞ্জ) আসনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. সামিল উদ্দিন আহাম্মেদ শিমুল নৌকা প্রতীকে পেয়েছেন ৭৯ হাজার ৩৬৪ ভোট।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী জেলা আওয়ামী লীগের সহসভাপতি সৈয়দ নজরুল ইসলাম ট্রাক প্রতীক নিয়ে পেয়েছেন ৭১ হাজার ৯৩ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-২ (নাচোল, গোমস্তাপুর, ভোলাহাট) আসনে জেলা আওয়ামী লীগের সভাপতি মুহা.জিয়াউর রহমান (নৌকা প্রতীক) ১ লাখ ১৫হাজার৫১ ভোট পেয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী গোমস্তাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা পেয়েছেন ৬৬হাজার ৪৪৫ ভোট।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ পেয়েছেন ৯১হাজার৬০৩ ভোট। তার প্রতিদ্বন্দ্বী বিএনএম প্রার্থী মোহাম্মদ আব্দুল মতিন (নোঙর প্রতীক) পেয়েছেন ৮ হাজার ৫৪৩ভোট।
চাঁপাইনবাবগঞ্জের ৩টি আসনে মোট ভোটার সংখ্যা ১৩ লাখ ৪৫হাজার ৩৮৩ জন। তার মধ্যে পুরুষ ভোটার ৬ লাখ ৭৮ হাজার ৩৩৫ জন ও মহিলা ভোটার ৬লাখ ৬৬ হাজার ৪৭ জন।
জেলা রিটানিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একে এম গালিব খাঁন বেসরকারিভাবে এ ঘোষণা দেন।