রাজশাহী প্রতিনিধি :
রাজশাহীর একটি ভোট কেন্দ্রের পাশ থেকে দশটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে মহানগরীর উপশহর প্রাথমিক বিদ্যালয়ের পাশ থেকে তাজা ককটেলগুলো উদ্ধার করা হয়।
রাজশাহীর পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার জানান, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে পুলিশ ছুটে এসে দুটি বালতিতে রাখা দশটি ককটেল উদ্ধার করে।পরে পুলিশ ও বোমা নিষ্ক্রিয়কারী দল ককটেলগুলো নিষ্ক্রিয় করে।
বিপ্লব বিজয় বলেন, শুক্রবার রাতে ওই এলাকায় ছাত্রদলের নেতাকর্মীরা একটি মশাল মিছিল বের করে। সেখান থেকে একজনকে আটক করা হলে, তার দেয়া তথ্য ককটেলের খোঁজ পাওয়া যায়।
এর আগে বৃহস্পতিবার রাতে রাজশাহীর তিন উপজেলায় ভোট কেন্দ্রে আগুন দেওয়া ও বোমা হামলা চালানো হয়। এর মধ্যে একটি কেন্দ্রে ঘটানো হয় বিকট শব্দের বোমা বিস্ফোরণ। উদ্ধার করা হয় দুটি তাজা ককটেল।
ভোটের আগে নাশকতা, অগ্নি সন্ত্রাস ও জনমনে আতঙ্ক ছড়ানোর এ ঘটনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো।