স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বিএনপি চেয়ারপার্সন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ ডিসেম্বর) বাদ আসর শিবগঞ্জ সরকারি মডেল হাই স্কুল মাঠে,সাবেক সংসদ সদস্য, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনের বিএনপি’র মনোনীত প্রার্থী আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা সর্বস্তরের জনগণের পক্ষে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,শিবগঞ্জ আলজামিয়াতুল আরাবিয়া দারুল উলুম হামিউস সুন্নাহ মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুফতি তাজুল ইসলাম। দোয়া পরিচালনা করেন, শিবগঞ্জ বাজার কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা নবীবুর রহমান।
সেসময় উপস্থিত ছিলেন, সাবেক নয়ালাভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও শিবগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মোঃ আশরাফুল হক, শিবগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য সচিব মোহাঃ তোসিকুল আলম, সাবেক শিবগঞ্জ পৌর মেয়র, সাবেক শিবগঞ্জ পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মোঃ শামীম কবির হেলিম, শিবগঞ্জ পৌর বিএনপি’র আহ্বায়ক আলহাজ্ব মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব আলমগীর কোবির জুয়েলসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল পরিমাণ বিভিন্ন শ্রেণী–পেশার জনসাধারণ।
দোয়া ও মিলাদ মাহফিলে বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্যসহ দেশের উন্নতি,শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়।


