রাঙামাটি সংবাদদাতা:-
সৌদিয়া পরিবহন এবং রাঙ্গামাটি বাস মালিক সমিতির দ্বন্দ্বের কারণে জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট চলছে। রাঙ্গামাটি-চট্টগ্রাম মোটর মালিক সমিতি বৃহস্পতিবার (২২ জানুয়ারী) সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে। ফলে সকাল থেকে ঢাকা, চট্টগ্রাম, খাগড়াছড়ি এবং বান্দরবানের উদ্দেশ্যে কোনও যানবাহন ছেড়ে যায়নি।
এই রুটের যাত্রীরা সমস্যায় পড়েছেন। পরিবহন পরিষেবা বন্ধ থাকায় যাত্রীরা ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত সমস্যার সমাধান করে বাস পরিষেবা স্বাভাবিক করার দাবি জানিয়েছেন।
জানা গেছে, সৌদিয়া পরিবহন তাদের দুটি বাস দিয়ে রাঙ্গামাটি-ঢাকা রুটে যাত্রী পরিবহন শুরু করেছে, কিন্তু তারা মালিক সমিতির কাছে টোকেন ফি জমা দিচ্ছিল না। ফলস্বরূপ, মালিক সমিতি বুধবার সৌদিয়া কাউন্টার বন্ধ করে দেয়। পরে প্রশাসনের হস্তক্ষেপে এটি পুনরায় চালু করা হয়। প্রতিবাদে, মালিক সমিতি কোনও পূর্ব ঘোষণা ছাড়াই সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেয়।
চট্টগ্রাম-রাঙ্গামাটি মালিক সমিতির রাঙ্গামাটি শাখার সভাপতি সাইফুল ইসলাম শাকিল বলেন, “আমি শুনেছি চট্টগ্রামের রাউজান থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। এ বিষয়ে রাউজানের সাথে আলোচনা চলছে।”
এই বিষয়ে রাঙ্গামাটি জেলা প্রশাসনের অতিরিক্ত ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন বলেন, এ ধরণের ঘটনা অপ্রত্যাশিত, তবে আমরা দ্রুত সমস্যাটি সমাধানের জন্য কাজ করছি। আমরা আশা করি এটি শীঘ্রই সমাধান হবে।
উল্লেখ্য যে, রাঙ্গামাটি বাস মালিক সমিতি মূলত চট্টগ্রামের রাউজান থেকে নিয়ন্ত্রিত হয়।


