রাঙামাটি সংবাদদাতা:–
রাঙামাটি কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র, কাপ্তাই লেকের বিভিন্ন উপকেন্দ্র, অভয়াশ্রম ও বিএফডিসির গুরুত্বপূর্ণ স্হাপনা পরিদর্শন করেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
আমাদের লক্ষ্য হবে বিনিয়োগের মাধ্যমে কীভাবে বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশন (বিএফডিসি)-এর কাপ্তাই হ্রদ মৎস্য উন্নয়ন ও বিপণন কেন্দ্র—বিশেষ করে ল্যান্ডিং স্টেশন আধুনিকায়ন করা যায়। এ কেন্দ্রটি উন্নত হলে শুধু রাঙ্গামাটির নয়, পুরো দেশের মৎস্য সম্পদ উন্নয়নের কার্যক্রম আরও গতিশীল হবে।’
রবিবার (২৬ অক্টোবর) দুপুরে রাঙামাটির কাপ্তাই লেক মৎস্য উন্নয়ন ও বিপনন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।
মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা বলেন, ‘এটা অত্যন্ত দুঃখজনক যে মৎস্য সম্পদ বাংলাদেশে অর্থনৈতিকভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়া সত্ত্বেও—বিএফডিসির এ কেন্দ্র এখনও জরাজীর্ণ অবস্থায় রয়েছে। রাঙ্গামাটির বিএফডিসি কেন্দ্রটি বহু বছর ধরে মাছ আহরণ, সংরক্ষণ ও বিপণনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এখান থেকেই প্রসেস করা মাছ ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। কিন্তু এত কার্যক্রম চললেও প্রতিষ্ঠানটির অবকাঠামো উন্নয়নে যথাযথ নজর দেওয়া হয়নি। তাই সরকার প্রতিষ্ঠানটিতে বিনিয়োগের মাধ্যমে আধুনিকায়নে কাজ করে যাবে।’
উপদেষ্টা বলেন, ‘স্থাপনাগুলো খুবই জরাজীর্ণ অবস্থা দেখে আমার খারাপ লেগেছে। ফলে কিছু ইনভেস্টমেন্ট করতেই হবে। এটা উন্নত করলে আমাদের দেশের মৎস্যসম্পদের কার্যক্রম অনেক বেড়ে যাবে’।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তা, রাঙামাটি পুলিশ সুপার ড. এসএম ফরহাদ হোসেন, বিএফডিসি রাঙামাটি ব্যবস্থাপক কমান্ডার ফয়েজ আল করিম ও জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও মৎস্য ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।


