রাঙামাটি সংবাদদাতা:-
রাঙ্গামাটি সদর উপজেলার শহরের পুরাতন বাস ষ্টেশন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩টি যাত্রীবাহী বাস সহ ৫টি দোকান ও বসতঘর পুড়ে যায়। শনিবার দিবাগত মধ্যরাতে রাতে একটি ব্যাটারির দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা।
খবর পেয়ে রাঙ্গামাটি ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাঙ্গামাটি শহরের পুরাতান বাস ষ্টেশনে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন দেখতে পায় ব্যবসায়ীরা।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিক ছোটন দাশ জানান, রাত ৪টার দিকে একজন আমাকে ফোন করে বলে আগুন লেগেছে। এসে দেখি আমার পুরো দোকানে আগুন জ্বলছে। তখনও ফায়ার সার্ভিস আসেনি। আমার দোকানে প্রায় ৫০টির মতো নতুন পুরাতন জেনারেটর রয়েছে। এখানে সরকারি কিছু জেনারেটরও রয়েছে। আমার ১০/১৫ লাখ টাকার বেশি ক্ষতি হয়েছে।
রবিবার (২১ ডিসেম্বর) সকালে রাঙ্গামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেন।


