রাঙামাটি প্রতিনিধি:-
সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’ এ প্রতিপাদ্যে রাঙামাটিতে পালিত হয়েছে ‘আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস’। দুর্যোগের ঝুঁকি হ্রাসে জনগণের সচেতনতা বৃদ্ধি ও বিপদ মোকাবিলায় প্রস্তুতি জোরদারের লক্ষ্যে প্রতিবছর দিবসটি পালিত হয়।
সোমবার (১৩ অক্টোবর) সকালে রাঙ্গামাটি জেলা প্রশাসক কার্যালয়ের প্রাঙ্গনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫ পালন উপলক্ষ্যে ফায়ার সার্ভিস এর সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আব্দুল মান্নান আনসারী এর নেতৃত্বে রাঙ্গামাটি অগ্নি নির্বাপক মহড়া প্রদর্শন করেন ফায়ার সার্ভিসের একদল কর্মী।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন, ফায়ার সার্ভিস ইন্সপেক্টর মোঃ মোরশেদুল ইসলাম সহ ফায়ার সার্ভিসের কর্মীগণ স্কাউট সদস্যরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ রুহুল আমিন বলেন, দুর্যোগ প্রশমন দিবসের লক্ষ্যই হচ্ছে দুর্যোগটাকে প্রশমন করা। যাতে করে দুর্ঘটনার সূত্রপাতের শুরুতে নির্বাপন করা সম্ভব হয়।জনসাধারণ যাতে করে তাৎক্ষণিক উপস্থিত বুদ্ধিমত্তা ও সামান্য সাহসিকতার মধ্য দিয়ে চেষ্টা করে তাহলে আমরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেতে পারি।
এর আগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে একটি সচেতনতামূলক র্যালি করা হয়।