রোকসানা আক্তার পিংকি (রাঙ্গামাটি) :-
রাঙ্গামাটিতে চাল বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজির উপর উল্টে যায়। এতে সিএনজিটি দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় সিএনজির ভিতরে থাকা একজন নারী আহত হন।
শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ১০টায় রাঙ্গামাটির বিটিভি আঞ্চলিক উপকেন্দ্র এলাকায় ট্রাকের সাথে সিএনজি ভয়াবহ এ সড়ক দুর্ঘটনা ঘটে।
সড়ক দুর্ঘটনায় মনিরা বেগম (৬০) নামে এক নারী সিএনজি অটোরিকশার যাত্রী নিহত হয়েছেন। নিহত নারীর নিজ গ্রাম কুমিল্লার (চৌদ্দগ্রাম) বর্তমানে তিনি রাঙ্গামাটির মানিকছড়ি এলাকার বাসিন্দা ছিলেন।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্র জানিয়েছেন, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী চাল বোঝাই ট্রাকটি মানিকছড়ি পাহাড়ি সড়ক অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপরে উল্টে যায়। উল্টে যাওয়া ট্রাকের চাপায় পড়ে একটি সিএনজি আটকে ছিল, যার মধ্যে থাকা নারী যাত্রী ঘটনাস্থলেই নিহত হন।
সংবাদ পেয়ে রাঙ্গামাটি ফায়ার স্টেশনের রেসকিউ ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ট্রাকের চাপাই আটকে থাকা নারী এবং সিএনজি উদ্ধার করে।
রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ জসিম উদ্দিন জানান, সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


