রাঙামাটি প্রতিনিধি:-
সেবা প্রাদানে হয়রানী ও বিভিন্ন দুর্নীতির অভিযোগে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে অভিযান পরিচালনা করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে এই অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন দুর্নীতি দমন কমিশন রাঙ্গামাটি জেলার উপপরিচালক জাহিদ কামাল, সহকারি পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, মো. রাজু আহমেদ, সরোয়ার হোসেন, প্রমুখ।
আভিযান শেষে দুদক উপরিচালক জাহিদ কামাল বলেন, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে বিভিন্ন অনিয়ন ও দুর্নীতি হচ্ছে এমন অভিযোগে প্রধান কার্যালয়ের নির্দেশে এই অভিযান পরিচালনা করা হয়েছে। আমরা এখানে এসে দেখতে পেয়েছি অধিকাংশ অফিসার, স্টাফ অফিসে অনুপস্থিত। বিভিন্ন অভিযোগের প্রেক্ষিতে টেন্ডার প্রক্রিয়ারসহ বিভিন্ন কাগজপত্র চেয়েছিলাম। তারা সেটা তাৎক্ষনিক ভাবে দেখাতে ব্যর্থ হয়েছেন। সেগুলো আমাদের প্রদান করার জন্য বলেছি। উক্ত ডকুমেন্ট হাতে পেলে পর্যালোচনা করে কোন অনিয়ম পেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
তবে জেলা পরিষদের পক্ষ থেকে জানিয়েছে, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের জরুরী সভায় অংশ নিতে চেয়ারম্যানসহ উধ্বতন কর্মকর্তারা বর্তমানে ঢাকায় অবস্থান করছেন।