রাঙামাটি সংবাদদাতা:-
যথাযোগ্য মর্যাদায় রাঙ্গামাটিতে মহান বিজয় দিবস উদযাপন করছে। বাঙালি জাতির হাজার বছরের শৌর্যবীর্য এবং বীরত্বের এক অবিস্মরণীয় গৌরবময় দিন।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির সূচনা হয়।রাঙ্গামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদদের উদ্দেশ্যে সরকারের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এরপর রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুল রকিব, বীর মুক্তিযোদ্ধারা, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল (অব.) অনুপ কুমার চাকমা, রাঙ্গামাটি জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন।
পরে সকাল সাড়ে ৭টায় শহীদ বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফের স্মৃতিসমাধিতে বিজিবি সেক্টর কমান্ডার ও রাঙ্গামাটি জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৯টায় রাঙ্গামাটি চিংহ্লা মং মারী স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ, কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১১টায় বীর মুক্তিযোদ্ধা, শহীদ পরিবার এবং যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সম্মানে সংবর্ধনার আয়োজন করা হয়।
এছাড়াও শহরের জিমনেসিয়াম প্রাঙ্গণে বিজয় দিবস উপলক্ষে ৩ দিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমা আশরাফী।


