ইমন সরকার, ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা ও পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২ আগস্ট) উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তাদের কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
আটককৃতরা হলেন—উপজেলার আউলিয়ারচালা গ্রামের মৃত আছান আলীর ছেলে মো. করিম মিয়া (৫৫) ও তার ছেলে মো. আনোয়ার হোসেন (২৪)। এলাকাবাসীর দাবি, তারা দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে এলাকায় পরিচিত।
পুলিশ সূত্রে জানা যায়, ভালুকা মডেল থানার একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তাঁরা পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ঘটনাস্থল থেকে পিতা ও পুত্রকে আটক করা হয়। এ সময় করিম মিয়ার দেহ তল্লাশি করে তার কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, “মাদক নির্মূলে আমরা নিয়মিত অভিযান চালিয়ে যাচ্ছি। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে করিম মিয়া ও তার ছেলেকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।”
এ ঘটনায় ভালুকা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।