মোঃ নুর আলম দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলার বীরগঞ্জ থানাধীন পৌরসভাস্থ ০৯ নম্বর ওয়ার্ডের জগদল গ্রামস্থ ঠাকুরগাঁও টু দিনাজপুরগামী হাইওয়ে মহাসড়কে দুর্ঘটনায় অজ্ঞাত নাম পরিচয়হীন এক ব্যাক্তি গত ৭ সেপ্টেম্বর রোবিবার আনুমানিক রাত নয়টার দিকে পাথর বাহী ট্রাকের ধাক্কায় নিহতের ঘটনা ঘটে এবং অগ্ট্গাত নামা ব্যক্তি ঘটনাস্থলেই গুরুতরভাবে আহত হয়।
পরবর্তীতে স্থানীয় লোকজন বীরগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে সংবাদ দিলে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আহতকে হাসপাতালে ভর্তি করলে কর্ত্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংবাদ পেয়ে তাৎক্ষণিক দশমাইল হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনাস্থল পরিদর্শ করেন। এবং ঘাতক ট্রাকটি বীরগঞ্জ থানা পুলিশের সহায়তায় জব্দ করা হয়েছে। লাশ সনাক্তের চেষ্টা অব্যাহত রয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দশ মাইল হাইওয়ে থানা অফিসার ইনচার্জ।
বর্তমানে অজ্ঞাত ব্যক্তির লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে রাখা আছে তবে তার কোন ওয়ারিশ বা অভিভাবক পাওয়া যায়নি। তার কোনো ওয়ারিশ থাকলে দ্রুত হাসাপাতালে যোগাযোগ করার জন্য প্রশাসন ও কর্তৃক অনুরোধ করা হয়েছে।