ইমন সরকার, ময়মনসিংহ জেলা প্রতিনিধি:
নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে ময়মনসিংহের ভালুকা উপজেলায় মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয়।
দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসন, বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা একযোগে মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহীদ বীরদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল সাড়ে ৮টায় ভালুকা সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক কর্মসূচি শুরু হয়। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। পরে পায়রা ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফিরোজ হোসেন। এ সময় সশস্ত্র বাহিনীর সদস্যরা রাষ্ট্রীয় মর্যাদায় সশস্ত্র সালাম প্রদর্শন করেন।
একই স্থানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফিরোজ হোসেন এবং ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহিদুল ইসলাম। এরপর বীর মুক্তিযোদ্ধা, সশস্ত্র বাহিনীর সদস্য এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, উপজেলা জামায়াতের আমির সাইফ উল্লাহ পাঠান ফজলু, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেলসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে মহান বিজয় দিবস উদযাপনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ও দেশপ্রেম জাগ্রত করার আহ্বান জানানো হয়।


