মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী :
আগামী ১লা সেপ্টেম্বর ২০২৫, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হতে যাচ্ছে। এ উপলক্ষে দলের সকল স্তরের নেতা কর্মীদের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন বিএনপি’র রাজশাহীর একাধিক নেতা।
এদিনকে ঘিরে রাজশাহীসহ সারাদেশে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হবে বলে জানা গেছে।
রাজশাহী মহানগর বিএনপির সিনিয়র নেতা মোঃ আবু আলম খান (উজ্জল) শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি দেশের স্বাধীনতা ও গণতন্ত্র রক্ষার সংগ্রামে সবসময় বলিষ্ঠ ভূমিকা পালন করেছে। জনগণের অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে বিএনপি আজও অগ্রণী ভূমিকা পালন করছে। প্রতিষ্ঠার ৪৭ বছর পরও বিএনপি জনগণের আস্থার প্রতীক।”
তিনি আরও বলেন, “প্রতিষ্ঠাবার্ষিকীর এ দিনে আমরা সবাই শপথ গ্রহণ করি— শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
উল্লেখ্য, মোঃ আবু আলম খান (উজ্জল) বিএনপি’র রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি এবং বর্তমানে রাজশাহী মহানগর কাশিয়াডাঙ্গা থানা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।