অনলাইন ডেস্ক :
বিএনপি ও জামায়াতে ইসলামীর সঙ্গে আজ শনিবার বৈঠকে বসবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। আজ সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় পৃথকভাবে এ বৈঠকগুলো হওয়ার কথা রয়েছে।
এরআগে বিএনপি ও জামায়াতে ইসলামীকে বৈঠকের আমন্ত্রণ জানান প্রধান উপদেষ্টা। শুক্রবার দল দুটির পক্ষ থেকে পৃথকভাবে এ তথ্য নিশ্চিত করা হয়।
জানা গেছে, বৈঠকে প্রধান উপদেষ্টার সাথে চলমান রাজনৈতিক পরিস্থিতিসহ নানা ইস্যুতে আলোচনা করবে দলদুটি।
সম্প্রতি গুঞ্জন উঠেছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করতে পারেন। এরপর জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করেন। সেখানে তিনি রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে প্রধান উপদেষ্টার কাছে দুঃখপ্রকাশ করেন।
এরআগে, গত ১৬ এপ্রিল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুলের নেতৃত্বে ৭ সদস্যের প্রতিনিধি দল। সেদিন নির্বাচন ও সংস্কার নিয়ে হয় আলোচনা।
আর গত বৃহস্পতিবার দেশের বর্তমান পরিস্থতিতে সর্বদলীয় বৈঠক ডাকার জন্য প্রধান উপদেষ্টার প্রতি আহ্বান জানিয়েছিলেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।