মোঃ মাহাবুল ইসলাম মুন্না, রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোদাগাড়ী ইউনিয়নের পানিহার ভবানীপুর গ্রামে অপ্রাপ্তবয়স্ক ছেলে ও মেয়ের বাল্যবিবাহের আয়োজন করায় দুই অভিভাবককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
বাল্য বিবাহ নিরোধ আইন, ২০১৭ এর ধারা ৮ অনুযায়ী ছেলের অভিভাবককে ১০,০০০/- (দশ হাজার) টাকা এবং মেয়ের পিতাকে ৫,০০০/- (পাঁচ হাজার) টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল আহমেদ এর নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্ট।পরিচালনা করা হয়
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করে বাল্যবিবাহের এ আয়োজন ভণ্ডুল করা হয়। এ সময় সংশ্লিষ্ট পরিবার ও স্থানীয়দের বাল্যবিবাহের কুফল সম্পর্কে সচেতন করা হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এলাকায় বাল্যবিবাহ প্রতিরোধে অভিযান চলমান থাকবে এবং আইনের কঠোর প্রয়োগ অব্যাহত থাকবে।