দিনাজপুর প্রতিনিধি: মোঃ নুর আলম
গত ১৬ জুলাই গোপালগঞ্জে এনসিপি ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে এনসিপি নেতাদেরকে ফেসবুকে পোস্টে ট্রোল করেন দিনাজপুরের ট্রাফিক জোনের অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমান।
তার ফেসবুক ভেরিফাইড পেইজে এনসিপি নেতাদেরকে কটাক্ষ করে লিখেন” ট্যাংকের এসি খুব আরামদায়ক শুনেছি” এই রকম পোস্ট করার পর পরই অতিরিক্ত পুলিশ সুপার মোসফেকুর রহমানের অপসারণ ও গ্রেফতারের দাবিতে শুরু হয় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সামনে এনসিপির কেন্দ্রীয় নেতা কর্মীদের অবস্থান কর্মসূচি।
পরে উক্ত পুলিশ কর্মকর্তাকে অপসারণ করা হয়।