চট্টগ্রাম প্রতিনিধি: সৈয়দ মিয়া
চট্টগ্রামে ৩০ এপ্রিল ডি গ্রুপের শেষ ম্যাচে এম এ আজিজ স্টেডিয়ামে আবার ও ক্রীড়া শৈল্পিক ফুটবল উপহার দিয়ে গোল বঞ্চিত হলেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি কে।
মধ্যে মাঠের দূর্বলতায় দঃ হাঃ ফুটবল একাডেমি শেষ পর্যন্ত ট্রাইবেকার শুট আউটে হেরেছে।
টিমের পক্ষে ভালো খেলায় মেডেল উপহার দেওয়া হয়েছে আদিমান উদ্দিন আদিফ কে। তাকে পুরস্কার প্রদান করে প্রশিক্ষক ও জেলা ফুটবল দলের সদস্য দিদারুল আলম পাপেল এবং ক্রীড়া সংগঠক ও সাংবাদিক মুহাম্মদ বাবুল হোসেন বাবলা, একাডেমির সদস্য মোঃ শাহেদ।
তবে আজকের দিনে শেষ ম্যাচে একরাম ফুটবল একাডেমি ও দঃ হালিশহর ফুটবল একাডেমির মধ্যে বাজে রেফারিং এর শিকার হয়েছেন দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি। একাধিক ভুল সিদ্ধান্ত নিয়েছেন এই নির্ম্মাণের রেফারি।ফাউল হয়েছে একদিকে সিদ্ধান্ত নিয়েছেন অন্যদিকে।
খেলার শুরুতে ৩-৫ মিনিটের মাথায় একরাম একাডেমির ডিফেন্সের হাতে এবং ১ মিনিট পর আবারো ছোট ডি বক্সের মধ্যে মিডফিল্ডারের হাতে সরাসরি বল লাগলে রেফারি, লাইন্সম্যান কেউ পেলান্টির সিঙ্গনাল দেন নি।আর অধিকাংশই দেখা গেছে রেফারিদের মাঠের পশ্চিম কোণে রেফারি সমিতির অফিসের পিছন থেকে ইশারায় রেফারিং করাতে।
এতে করে টিম দঃ হালিশহর নিশ্চিত দুটি পেলান্টি থেকে বঞ্চিত হলেন। এছাড়াও রেফারির সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়ে দক্ষিণ গ্যালারিতে সিডিএফএ’র একাধিক কর্মকর্তাদের চিৎকার করতে ও দেখা গেছে!!
তবে সিডিএফ এ মেয়র একাডেমি কাপ অ-১৩ ফুটবলে দক্ষিণ হালিশহর ফুটবল টিম খেলা উপহার দিয়ে গোটা এম এ আজিজ স্টেডিয়াম মাতিয়ে রাখে। সবাই মনপ্রাণ দিয়ে তাদের খেলা উপভোগ করেছেন। ৬০ মিনিটের ম্যাচে ৪০-৫০ পুরোটা সময় বল দখলে ও পার্সিং ফুটবল সবাই কে মুগ্ধ করে।
টিমের রাব্বি, সাফায়েত, সামিউর সামির,শাফি,আদিমান, রিফাত বদলী রাহাত, তাসিব এবং কিপার হাসান ভালো খেলেছে।
দীর্ঘ বছর পর বাফুফের নিবন্ধন লাভ করা দক্ষিণ হালিশহর ফুটবল একাডেমি চট্টগ্রাম মহানগর ও জেলা পর্যায়ে সাফল্যের সাথে আগামীতে দেশব্যাপী চমকপ্রদ ফুটবল খেলা উপহার দিতে অঙ্গীকার ব্যক্ত করেছেন। তাদের প্রতিটি উদ্যোগ সফল ভাবে অংশগ্রহণার্থে সিডিএফ এ – চসিক ও জেলা ক্রীড়া সংস্থার, ক্রীড়া পরিদপ্তর কর্মকর্তাদের বেশ নজরে এসেছে বলে মন্তব্য করেছেন সিডিএফ সদস্য মোঃ জহিরুল ইসলাম ও সালাউদ্দিন জাহিদ।
সবার কাছে দোয়া কামনা করে টিম হালিশহর ফুটবল একাডেমি আরো ভালো ফলাফল করার দৃঢ় প্রত্যয় এগিয়ে যাবেই |