ইমন সরকার, ময়মনসিংহ প্রতিনিধি :
ময়মনসিংহে ২০২৪-২৫ অর্থ বছরের কৃত্রিম প্রজনন কার্যক্রমের অগ্রগতি মূল্যায়ন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ জুন ২০২৫) সকাল ১০টায় শহরের এডভোকেট তারেক স্মৃতি অডিটরিয়াম (টাউন হল) মিলনায়তনে আয়োজিত এই সভায় সরকারি ও বেসরকারি পর্যায়ের প্রাণিসম্পদ উন্নয়ন সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশগ্রহণ করেন।
এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডাঃ মোঃ বয়জার রহমান। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন কৃষিবিদ মোঃ শাহজামান খান (পরিচালক, কৃত্রিম প্রজনন দপ্তর), ডাঃ মনোরঞ্জন ধর (পরিচালক, বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর, ময়মনসিংহ বিভাগ) এবং ডাঃ মোঃ মোস্তাফিজুর রহমান (প্রকল্প পরিচালক, দুধ ও মাংস উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে গ্রুভেন বুল তৈরী প্রকল্প)।
সভাপতিত্ব করেন জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপপরিচালক ডাঃ মোঃ রুহুল আমিন।
এ অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক ছিল এসিআই গোদরেজ এগ্রোভেট প্রাইভেট লিমিটেড এবং সহযোগী পৃষ্ঠপোষক ছিল এফ.এন.এফ ফার্মাসিউটিক্যালস, বাংলাদেশ।
সভায় ২০২৪-২৫ অর্থবছরে জেলার কৃত্রিম প্রজনন কার্যক্রম, কর্মীদের কার্যকর অংশগ্রহণ এবং প্রাণিসম্পদ উন্নয়নে তাদের অবদান নিয়ে বিশদ আলোচনা করা হয়। এ সময় জেলার বিভিন্ন উপজেলায় কর্মরত এআই টেকনিশিয়ানদের কাজের মূল্যায়ন করে শ্রেষ্ঠদের সম্মাননা প্রদান করা হয়।
এ বছর কৃত্রিম প্রজনন কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ভালুকা উপজেলার এআই টেকনিশিয়ান (মহিষ) জনাব সানি মিয়াকে জেলা কৃত্রিম প্রজননে শ্রেষ্ঠ টেকনিশিয়ান নির্বাচিত করে সম্মাননা ও পারফরম্যান্স সার্টিফিকেট প্রদান করা হয়।
সার্টিফিকেটে উল্লেখ করা হয়, “২০২৪-২৫ অর্থ বছরে নিজ উপজেলায় কৃত্রিম প্রজনন কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করে গবাদিপশুর জাত উন্নয়নে জনাব সানি মিয়া বিশেষ অবদান রেখেছেন। তাঁর কাজের প্রতি নিষ্ঠা, আন্তরিকতা ও পেশাগত দক্ষতা প্রশংসনীয়।”
সার্টিফিকেট প্রদান করেন ডাঃ মোহাম্মদ নাজিমুল ইসলাম (থেরিওজেনোলজিস্ট), রিফাত জাহান (সায়েন্টিফিক অফিসার) ও ডাঃ মোঃ রুহুল আমিন (উপপরিচালক) — সকলেই জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্র, ময়মনসিংহ-এর কর্মকর্তা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “আমিষে শক্তি, আমিষেই মুক্তি”— এই স্লোগানকে সামনে রেখে দেশের প্রাণিসম্পদ খাতে টেকসই উন্নয়ন নিশ্চিত করতে মাঠপর্যায়ের এআই টেকনিশিয়ানদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।