মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বিভিষন সীমান্ত দিয়ে শিশু, নারী ও পুরুষসহ ১৫ জনকে পুশইন করেছে বিএসএফ।
ভিও: রবিবার সকালে তাদেরকে বাংলাদেশে পুশইন করা হয়। পরে ১৬ বিজিবি ব্যাটালিয়নের বিভিষন বিওপির টহল দল তাদের আটক করে গোমস্তাপুর থানায় হস্তান্তর করে। বিভিষন বিওপি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল মান্নান এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটকদের মধ্যে ৪ জন পুরুষ, ৯ জন নারী ও ২ জন শিশু রয়েছে। তারা ঢাকা, খুলনা, যশোর ও নড়াইল জেলার বাসিন্দা। দীর্ঘ দুই বছর আগে তারা বিভিন্ন সময়ে কাজের জন্য ভারতে প্রবেশ করেছিলেন। বিএসএফ সদস্যরা তাদের ভোরে বাংলাদেশে পুশইন করে। আটকদের নাম ও ঠিকানা যাচাই বাছাই শেষে তাদেরকে গোমস্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
গোমস্তাপুর থানার ওসি আব্দুল বারিক জানান, বিজিবি পুশ হওয়া নাগরিকদের থানায় হস্তান্তর করেছে। পরিচয় যাচাই-বাছাই শেষে পুশ ইন হওয়া নাগরিকদের পরিবারের নিকট হস্তান্তর করা হবে। এর আগে গত ২৭ মে বিভীষণ সীমান্ত দিয়ে ১৭ জন ও ০৩ জুন চানশিকারী সীমান্ত দিয়ে ৮ জনকে পুশ ইন করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ।


