চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে উপজেলার কানসাট করিমবাজারে ছোট ছোট খাঁচায় আটকে রাখা ছিল রঙিন পালকের ৮০টি টিয়া পাখি। খাঁচার ভেতর আতঙ্কে কাঁপছিল তারা। অবশেষে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শেষে বুধবার রাতে মুক্ত আকাশে উড়ে যায় সব পাখি। আর পাখি পাচারের অভিযোগে দুই ব্যক্তি কারাভোগ করছেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী বন বিভাগের বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে এবং শিবগঞ্জ থানা পুলিশের সহায়তায় এ অভিযান চালানো হয়। অভিযানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. তৌফিক আজিজ।
আটককৃত পাচারকারীরা হলেন—যশোর জেলার শওকত আলী ও বাগেরহাট জেলার কামরুল শেখ। মোবাইল কোর্ট তাদের যথাক্রমে ২০ দিন ও ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। অভিযানের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজাহার আলীর উপস্থিতিতে উপজেলা পরিষদ চত্বরে খাঁচা ভেঙে মুক্ত করে দেওয়া হয় পাখিগুলো।
স্থানীয় বাসিন্দা করিমবাজারের মো. আবদুল মান্নান বলেন, ছোটবেলা থেকেই টিয়ার ডাক শুনে বড় হয়েছি। আজ দেখলাম প্রশাসনের উদ্যোগে এতগুলো পাখি মুক্ত হলো—ভালো লাগছে, গর্বও হচ্ছে।
আরেকজন দোকানি আবদুল কাদের বলেন, মানুষ এত নিষ্ঠুর হয় কী করে! এত সুন্দর পাখিগুলোর জীবন নিয়ে খেলা করে। ধন্যবাদ প্রশাসনকে—এই কাজটা আমাদের চোখ খুলে দিয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌফিক আজিজ বলেন, বন্যপ্রাণী রক্ষা শুধু আইনগত নয়, এটা আমাদের নৈতিক দায়িত্বও। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।