স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
অভয়াশ্রম গড়ে তুলি,দেশি মাছে দেশ ভরি’ এই শ্লোগানে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে মূল্যায়ন,সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৪ আগস্ট) বিকালে শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে,শিবগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে,শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আজাহার আলীর সভাপতিত্বে,শিবগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সঞ্জয় কুমারের সঞ্চালনায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সে সময় উপস্থিত ছিলেন,উপজেলা কৃষি অফিসার নয়ন মিয়া,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মোঃ শাহাদাৎ হোসেন,উপজেলা প্রকল্প ব্যস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান,উপজেলা পল্লী উন্নয়ন অফিসার মোঃ শাহীন আকতার,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মুসাব্বির হোসেন খান,উপজেলা সমবায় কর্কমর্তা মোঃ মাহবুব আরিফসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
মৎস্য সপ্তাহে প্রথম দিন পোনা মাছ অবমুক্ত,র্যালি,আলোচনা সভার মাধ্যম দিয়ে মৎস্য সপ্তাহ শুরু হয়। দ্বিতীয় দিন মৎস্য চাষী জেলে,মৎস্যজীবীদের সমন্বয়ে উপজেলা মৎস্য সম্পদের স্থায়িত্বশীল এবং সর্বোত্তম ব্যবহার বিষয়ক মতবিনিময় সভা করেন। তৃতীয় দিন জনবহুল স্থানে ক্রমান্বিত প্রামাণ্যচিত্র প্রদর্শন করে। চতুর্থ দিন স্কুল-কলেজে চিত্রাঙ্কন কুইজ প্রতিযোগিতা করে। পঞ্চম দিন মৎস্যখাতে টেকসই উন্নয়নে তরুণদের ভাবনা শির্ষক কর্মশালা মতবিনিময় সভা করে। ষষ্ঠ দিন পুকুর জলাশয়ের পানির ভৌত-রাসায়নিক গুনাগুন পরীক্ষা এবং নিরাপদ মৎস্য উৎপাদন বিষয়ক ক্যাম্পেইন করেন।
২৪ আগস্ট মৎস্য সপ্তাহে মূল্যায়ন,সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান এর মধ্যে দিয়ে মৎস্য সপ্তাহের সমাপ্ত করেন।
বক্তারা,মৎস্য চাষ ও আধুনিক প্রযুক্তির ব্যবহার বিষয়ে আলোচনা করেন। পাশাপাশি মৎস্য খাতের গুরুত্ব ও সম্ভাবনা নিয়ে সচেতনতামূলক বক্তব্য রাখেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।