মোঃ দুলাল আলী, ক্রাইম রিপোর্টার চাঁপাইনবাবগঞ্জঃ
আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য হতে যাচ্ছে জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ভোটগ্রহণের প্রক্রিয়া অধিকতর স্বচ্ছ, নিরাপদ ও নিয়ন্ত্রিত করতে সারাদেশের সব ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার।
আসন্ন এ নির্বাচনে ৪৪ চাঁপাইনবাবগঞ্জ – ২ (গোমস্তাপুর, নাচোল ও ভোলাহাট) আসনে সর্বমোট ১৮৪ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে। এরই মধ্যেই সিসিটিভি স্থাপনের কার্যক্রম অনেক দূর এগিয়েছে। স্থানীয় প্রশাসন, ও জেলা প্রশাসনের অর্থায়নে সিসিটিভি স্থাপিত হচ্ছে।
গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ৪৪ চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা জাকির মুন্সী জানান, গোমস্তাপুরে ভোটকেন্দ্র আছে ৯০ টি, এর মধ্যে অতিগুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ৩৭ টি কেন্দ্র। ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে ৬ টি ও অন্য গুলোতে ৪ টি করে সিসি ক্যামেরা বসানো হচ্ছে।
এদিকে নাচোল উপজেলায় ৫৭ টি ভোটকেন্দ্রে রয়েছে। এর মধ্যে ৩৭টি গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ৬ টি করে সিসি ক্যামেরা স্থাপন করা হচ্ছে। তথ্যটি নিশ্চিত করেছেন নাচোল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা গোলাম রাব্বানী সরদার।
এছাড়াও ভোলাহাট উপজেলায় ভোটকেন্দ্র ৩৭ টি, এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসেবে ধরা হয়েছে ১৪ টি। নির্বাচন সামনে রেখে নিরাপত্তা ব্যবস্থাপনায় সিসি ক্যামেরা স্থাপনকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শাহীন মাহমুদ।
নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা সূত্রে জানা গেছে, ভোটগ্রহণের পুরো সময় কেন্দ্রগুলোর ভেতর ও আশপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করাই সিসি ক্যামেরা স্থাপনের মূল উদ্দেশ্য। অন্যদিকে দ্রুত পুরো ব্যবস্থাকে কার্যকর করা সম্ভব হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সর্বমোট এ আসনে ১৮৪ ভোটকেন্দ্রের সিসি ক্যামেরা স্থাপিত হচ্ছে বলে জানা যায়। নিবার্চন সহিংসতা প্রতিরোধ, ভোটকেন্দ্র ঘিরে গুজব ও অপপ্রচার, প্রযুক্তিগত ত্রুটি ও বিদ্যুৎ বা ইন্টারনেট সংযোগের স্থায়িত্ব ইত্যাদি মোকাবেলায় প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে “দৈনিক মানবিক বাংলাদেশ “কে জানিয়েছেন।


