স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী পদ্মা নদী থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (২৫ আগষ্ট ) বিকাল ৫ টার দিকে শিবগঞ্জ উপজেলার পাঁকা ইউনিয়নের কদমতলা-সেতারাপাড়া পদ্মা নদীর ঘাট থেকে মরদেহটি উদ্ধার করা হয়। তবে মরদেহের পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।
শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।
ওসি বলেন, সীমান্ত এলাকার পদ্মা নদীতে মরদেহ ভাসতে দেখে বিজিবি সদস্যরা পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হয়। আপাতঃদৃষ্টিতে শরীরে কোন আঘাতের চিহ্ন নেই বলে জানিয়েছেন। তিনি আরও বলেন,তিন-চার দিন আগে মৃত্যু হয়ে থাকতে পারে তার,এমনটায় ধারনা আমাদের। তবে কিভাবে মারা গেছেন সব বিষয়ে পরিস্কার ধারনা পেতে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
বিকালে বিজিবির পাঠানো প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়,পদ্মা নদীর যে স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে সেটি সীমান্ত পিলার ১৩/২ এর থেকে প্রায় ৮ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে। স্থানীয়রা মরদেহটি ভাসতে দেখে প্রথমে বিজিবিকে খবর দেয়। বিজিবি টহলদল ঘটনাস্থলে গিয়ে বিষয়টি পুলিশকে অবহিত করে।