মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে পদ্মা নদীতে নৌকাডুবির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন নিখোঁজ রয়েছেন। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার প্রেমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মারা যাওয়া ব্যক্তির নাম জিতেন মণ্ডল (৬০)। তাঁর বাড়ি উপজেলার কাঁঠালবাড়িয়া গ্রামে। নিখোঁজরা হলেন ফরাদপুর গ্রামের দিলীপ (৩২) এবং ডুমুরিয়া গ্রামের হরেন সাহা (৬৫)।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে প্রেমতলী পালপাড়া এলাকার কানাই কর্মকার (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়। মরদেহ দাফনের জন্য পদ্মা নদীর মাঝচরে নেওয়া হচ্ছিল। মরদেহটি চরে রেখে আরও আত্মীয়স্বজনকে আনতে একটি নৌকা নদীর এপারে আসে। এ সময় নৌকায় প্রায় ২০-২৫ জন যাত্রী ছিলেন। নদীর তীব্র স্রোতে নৌকাটি ডুবে যায়।
ঘটনার সময় অনেকে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। স্থানীয়রা পরে জিতেন মণ্ডলকে উদ্ধার করে প্রেমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
দুপুর সাড়ে ১১টা পর্যন্ত নিখোঁজ দুজনের কোনো সন্ধান মেলেনি। তাঁদের উদ্ধারে স্থানীয়দের পাশাপাশি ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালাচ্ছে।
প্রেমতলী পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ মাকসুদুর রহমান জানান, নৌকাডুবিতে একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করা হয়েছে। নিখোঁজ দুজনকে উদ্ধারে চেষ্টা অব্যাহত রয়েছে।