মোঃ মাহাবুল ইসলাম মুন্না
রাজশাহী গোদাগাড়ীতে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১২ আগস্ট) সকাল থেকে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার জনাব ফয়সাল আহমেদ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার জনাব সোহেল রানা।
এবারের দিবসের প্রতিপাদ্য ছিল “বহুপাক্ষিক অংশীদারিত্ব অগ্রগতি”। আলোচনা সভা শেষে যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে নির্বাচিত যুবকদের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, যুব সংগঠনের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।