মোঃ মাহাবুল ইসলাম মুন্না রাজশাহী :
রাজশাহীর গোদাগাড়ীতে এক আদিবাসী গৃহবধূকে ধর্ষণচেষ্টার অভিযোগে খাইরুল বাদশা ওরফে কটা (৪০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাকে গ্রেপ্তার করে গোদাগাড়ী মডেল থানা পুলিশ।
আটককৃত খাইরুল বাদশা উপজেলার মোহনপুর ইউনিয়নের দ্বিগরাম ঘুন্টি গ্রামের বাসিন্দা মো. হাবিবুর রহমানের ছেলে। সংসার জীবনে চার সন্তানের জনক তিনি।
ভুক্তভোগী চামেলি রাণী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন (মামলা নং ০৯)। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গোদাগাড়ী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন।
এলাকাবাসীর বরাতে জানা গেছে, গত ১ সেপ্টেম্বর খাইরুল বাদশা চামেলি রাণীকে হরিপুর মাঠ এলাকার একটি ব্রিজের নিচে নিয়ে যায়। এসময় দফরপুর গ্রামের কয়েকজন লোক তাদের আপত্তিকর অবস্থায় দেখতে পেলে বাদশা পালিয়ে যায়। ঘটনাস্থলে তার ব্যবহৃত মোটরসাইকেল ও মোবাইল ফোন পড়ে থাকে। পরে স্থানীয়রা ভিকটিমকে উদ্ধার করে গ্রামপুলিশের কাছে হস্তান্তর করে।
এ ঘটনায় স্থানীয় জনপ্রতিনিধিদের উদ্যোগে আপোষ মীমাংসার চেষ্টা হলেও অভিযুক্ত বাদশা সেখানে উপস্থিত ছিলেন না। পরে ভুক্তভোগীকে তার বাড়িতে রেখে আসে গ্রামবাসী।
এলাকাবাসী আরও জানান, চামেলি রাণী পাঁচ মাসের অন্তঃসত্ত্বা এবং তার দুই বছরের একটি সন্তান রয়েছে। ঘটনার পর তার স্বামী ও স্থানীয় সমাজ উভয়েই তাকে প্রত্যাখ্যান করেছেন।
এ বিষয়ে ওসি রুহুল আমিন বলেন, “চামেলি রাণীর বক্তব্য অনুযায়ী মামলার এজাহার গ্রহণ করা হয়েছে। তিনি বারবার একই বিবরণ দিয়েছেন। সেই অনুযায়ী মামলা রেকর্ড করা হয়েছে। আসামিকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।”