অনলাইন ডেস্ক :
গাজীপুরের কোনাবাড়ির দেউলিয়াবাড়ি এলাকায় ঝুটগুদামে লাগা আগুন প্রায় দুই ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ছয় ইউনিটের চেষ্টায় আজ শনিবার দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
আগুনে ছোট-বড় ২০টির মতো ঝুটগুদাম ও সুতার কারখানা পুড়ে গেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ মামুন।
তিনি জানান, এই এলাকার নিকটবর্তী কোনাবাড়ী ফায়ার স্টেশনে বেলা ১১টা ৫০ মিনিটে আগুন লাগার খবর পায়। এর মাত্র ১৫ মিনিটের মধ্যে তাদের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। ঘটনাস্থলে ঝুটগুদাম ও সুতার কারখানা থাকায় আগুনের পরিধি বাড়তে থাকে।
পরে সারাবো মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটি ও ভোগড়া মডার্ণ ফায়ার সার্ভিসের দুইটিসহ মোট ৬টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করে। আজ শনিবার দুপুর ২টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
এখানে ছোট-বড় বিভিন্ন ধরনের অসংখ্য ঝুটগুদাম, সুতা তৈরীর কারখানা ও সুতার বড় একটি গুদাম রয়েছে। এছাড়াও আশপাশে আরো ছোট-বড় গুদাম, মসজিদসহ বিভিন্ন প্রতিষ্ঠান ছিল। এর ম্যধ্যে ২০টির মতো ছোট-বড় গুদাম, সুতার কারখানা ও সুতার গুদাম পুড়ে গেছে বলেও জানান তিনি।