শামীম রেজা, গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
শহর বিএনপি গাইবান্ধার ১নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল গতকাল শুক্রবার বিকাল ৩টায় গাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে অনুষ্ঠিত হয়।
সম্মেলন ও কাউন্সিল উদ্বোধন করেন শহর বিএনপি’র আহবায়ক শহিদুজ্জামান শহীদ, প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মাহামুদুন নবী টিটুল, প্রধান বক্তা শহর বিএনপি’র ভারপ্রাপ্ত সদস্য সচিব মোস্তাক আহমেদ, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল আউয়াল আরজু।
সভাপতিত্ব করেন শহর বিএনপি গাইবান্ধার ১নং ওয়ার্ড শাখার আহবায়ক মাহাবুর রহমান মাহাবুব। বেলা ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত কাউন্সিলররা ব্যালটের মাধ্যমে ভোট দেন। এতে সভাপতি পদে সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন নাহিদ হাসান লিচু, সাধারণ সম্পাদক নির্বাচিত হন শফিকুর রহমান খোকা এবং সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হন নীল মিয়া।
নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এ্যাড. কাজী আমিরুল ইসলাম ফকু।