আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে এক নারী ও দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাতে দেওয়ানেরখামার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী উপজেলার সদর ইউনিয়নের দেওয়ানেরখামার গ্রামের মৃত ডা. আব্দুল আজিজের ছেলে মোঃ জিয়াউর রহমান জিয়ার ভাড়া দেওয়া বাড়িতে অসামাজিক কার্যকলাপের খবর পেয়ে অভিযান চালায় পুলিশ। এসময় পতিতা ও দুই খদ্দেরসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বামনডাঙ্গা (তেইলানীর পাড়) গ্রামের মোঃ আনছার আলীর মেয়ে মোছাঃ আসমাউল হুসনা (২৩), একই উপজেলার মোঃ সিরাজুল ইসলামের ছেলে মোঃ নাইম ইসলাম (২৩), এবং ভিতরবন্দ ইউনিয়নের বড়ভিটা গ্রামের শাহিদুল ইসলামের ছেলে মোঃ রাহিমুল ইসলাম নিরব (১৯)।
ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আল হেলাল মাহমুদ জানান, “অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে দণ্ডবিধির ২৯০ ধারায় মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।”
তিনি আরও বলেন, “কুড়িগ্রাম জেলা পুলিশ সুপার মোঃ মাহফুজার রহমানের সার্বিক দিক নির্দেশনায় ভূরুঙ্গামারীতে আইনশৃঙ্খলা রক্ষায় নিয়মিত অভিযান চলছে। চুরি, ডাকাতি, মাদক ও অসামাজিক কার্যকলাপ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”


