আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় ১০০টি ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল রাত আনুমানিক সাড়ে দশটার দিকে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী এলাকা থেকে ফুলবাড়ী থানা পুলিশের একটি দল মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আবুল হোসেন(৬০) নামে এক মাদক কারবাড়িকে তার নিজ বসতবাড়ি থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ হাতেনাতে গ্রেফতার করেছে।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও ওসি ডিবি বজলার রহমান বিষয়টি নিশ্চিত করেন। উক্ত বিষয়ে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।