নওগাঁ প্রতিনিধি -মো: রুহুল আমিন শেখ :
“আল্লাহ একটা পাগল ” এমন একটি ফেসবুক পোস্ট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়লে জুয়েল রানা (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার রাতে উপজেলার ভাবিচা ইউনিয়নের ধর্মপুর গ্রামে। জুয়েল রানা ধর্মপুর গ্রামের মোবারক হোসেনের ছেলে।
থানা সূত্রে জানা গেছে, বুধবার রাতে “আল্লাহ একটা পাগল” এমন পোস্ট ঘিরে জুয়েলের বাড়ি ঘেরাও করে ইসলাম ধর্মের মানুষ। থানা পুলিশ সংবাদ পেয়ে ওই যুবককে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।
জুয়েল রানা প্রতিবেদকে জানান, একটি ইসলামি গোষ্ঠীর পক্ষ থেকে তার সোশ্যাল মিডিয়া “মেসেঞ্জারে” বিভ্রান্তিমূলক পোষ্ট দিতেন। আমি তার প্রতিবাদ জানাতে গিয়ে পোষ্টটি ফেসবুকে পোস্ট হয়ে যায়। ইচ্ছাকৃতভাবে এমন পোস্ট করিনি।
এমন ঘটনায় আজ বৃহস্পতিবার দুপুরে ইমাম উলামা ঐক্যপরিষদ ও তৌহিদি জনতার ব্যানারে উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচি পালন করে এবং আল্লাহকে কটুক্তির কারণে ফাঁসি দাবি করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, আল্লাহকে কটুক্তি ও ধর্মীয় অনূভুতিতে আঘাতের ঘটনায় একটি মামলা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
								
							
