স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের সুপার ফোরে যাওয়ার স্বপ্ন এখনো বেঁচে আছে বাংলাদেশের জন্য। তবে কাজটি বেশ কঠিন। সামনে আছে কিছু ‘যদি’ এবং ‘কিন্তু’ শর্ত।এমন পরিস্থিতিতে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচেই নির্ধারিত হবে টাইগারদের ভাগ্য।
বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে আজকের ম্যাচটি জিততেই হবে। হারলে কোনো সমীকরণই কাজে আসবে না। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর নির্ভর করতে হবে।
যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায় এবং শ্রীলঙ্কা তাদের শেষ ম্যাচে আফগানিস্তানকে পরাজিত করে, তাহলে শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হবে। সেক্ষেত্রে, বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে সুপার ফোরে চলে যাবে। এই পরিস্থিতিতে বাংলাদেশের জন্য বড় ব্যবধানে জেতার কোনো চাপ থাকবে না।
বাংলাদেশ জিতলে এবং আফগানিস্তান শ্রীলঙ্কাকে হারালে পরিস্থিতি একটু জটিল হবে। যদি বাংলাদেশ আফগানিস্তানকে হারায় এবং আফগানিস্তান শ্রীলঙ্কাকে পরাজিত করে, তাহলে বাংলাদেশ, শ্রীলঙ্কা এবং আফগানিস্তান এই তিন দলেরই পয়েন্ট হবে সমান ৪। তখন সুপার ফোরে যাওয়ার জন্য রান রেট বিবেচনা করা হবে।
বর্তমানে রান রেটে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দু’দলই বেশ ভালো অবস্থানে আছে। তাই এই পরিস্থিতিতে বাংলাদেশকে শুধু জিতলেই হবে না, বরং আফগানিস্তানকে বড় ব্যবধানে পরাজিত করার চেষ্টা করতে হবে।
যদি বাংলাদেশ আজকের ম্যাচে আফগানিস্তানের কাছে হেরে যায়, তাহলে সব আশা শেষ হয়ে যাবে। তখন বাংলাদেশের পয়েন্ট থাকবে ২। আফগানিস্তান ৪ পয়েন্ট নিয়ে এগিয়ে যাবে। শ্রীলঙ্কার পয়েন্টও ৪। পরের ম্যাচে শ্রীলঙ্কা-আফগানিস্তানের মধ্যে যে দলই জিতুক না কেন, বাংলাদেশের সুপার ফোরে যাওয়ার কোনো সুযোগ থাকবে না।