ইবি প্রতিনিধি:
চলমান গুচ্ছ ভর্তিতে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ক্ষুদ্র-নৃগোষ্ঠী ও শারীরিক প্রতিবন্ধী কোটা ছাড়া অন্য সকল কোটা বাতিলের দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থীরা কোটা প্রথা বাতিল না করলে প্রশাসন ভবনে তালা ঝুলানোর হুশিয়ারি দেন। এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বক এস এম সুইট, সহ-সমন্বয়ক তানভীর মন্ডল সহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, বারবার কোটা বন্ধের দাবি জানানো হলেও প্রশাসন কোনো ধরনের পদক্ষেপ নিচ্ছে না। প্রশাসন কি এতোটাই অযোগ্য ও দুর্বল যে অনৈতিক কোটা বাতিলের সাহসটুকুও নেই? নাকি প্রশাসন কোনো চক্রের কাছে জিম্মি? তাদের এই রহস্যজনক ভূমিকা শিক্ষার্থীদের মনে তীব্র ক্ষোভ ও অনাস্থার জন্ম দিয়েছে। অনতিবিলম্বে কোটা বাতিল না করলে প্রশাসন ভবনে তালা দেওয়া হবে।
মানববন্ধনে ইবির সমন্বয়ক এস এম সুইট বলেন, জুলাই অভ্যুত্থান হয়েছিল কোটার বিরুদ্ধে। কিন্তু এতগুলো ভাইয়ের শাহাদাতের পরেও এখনো বিশ্ববিদ্যালয়ে কিভাবে কোটা থাকে? শারীরিক প্রতিবন্ধকতা ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কোটা রেখে অন্য সব কোটা অবিলম্বে বাতিল চাই। না হলে আগামীতে দুর্বার আন্দোলন হবে। আগামীকালের মধ্যে প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নিতে হবে।