পীরগন্জ (রংপুর) প্রতিনিধি:
পীরগন্জে ইসলামি আন্দোলন বাংলাদেশের এম,পি পদপ্রার্থী হযরত মাওলানা সুলতান মাহমুদ হাতপাখা প্রতীক নিয়ে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেছেন ২২ শে জানুয়ারি বাদ জোহর। নির্বাচনী প্রচারণায় তিনি জনগণের ব্যাপক সাড়া পাচ্ছেন বলে নানা মাধ্যমে শোনা যাচ্ছে।
অসংখ্য গুনগ্রাহী ও ভোটারবৃন্দ কে নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়কে ভোটারদের সাথে জনসংযোগ করে ভোট প্রার্থনা করে তিনি ভোটারগণের নিকট দোয়া চান।
মাওলানা সুলতান মাহমুদ মনে করেন, এবারের নির্বাচনে তিনি সমগ্র পীরগন্জ উপজেলার ভোটারদের ভোটে নির্বাচিত হয়ে সকল সেক্টরে উন্নয়ন মূলক কাজ করে দৃষ্টান্ত স্হাপন করবেন। এজন্য তিনি অনেক গুলো দফাসহ জনগণের নিকট নির্বাচনী ইশতেহার তুলে ধরে সকল গ্রামের জনগণের নিকট ধারাবাহিকভাবে যাচ্ছেন বলে জানা গেছে।


