মোঃ নুর আলম ( দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় স্থানীয় রাজনীতিতে নতুন মেরুকরণ সৃষ্টি হয়েছে। ইসলামি আন্দোলন বাংলাদেশ-এর গুরুত্বপূর্ণ পদধারীসহ মোট ১৫ জন নেতা-কর্মী দল থেকে পদত্যাগ করে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। সম্প্রতি বীরগঞ্জে আয়োজিত এক বিশেষ যোগদান অনুষ্ঠানের মাধ্যমে তারা জামায়াতের আদর্শের প্রতি সংহতি প্রকাশ করেন।
হেভিওয়েট নেতাদের দলবদল :
যোগদানকারীদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—ইসলামী যুব আন্দোলন বীরগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও বিগত নির্বাচনে ৪নং পাল্টাপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মোঃ সামিউল ইসলাম। এছাড়া রয়েছেন ৪নং পাল্টাপুর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সহ-সভাপতি ও সাবেক ইউপি সদস্য আহম্মদ আলী এবং ২নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোঃ নাসির উদ্দীন।
অন্যান্য যোগদানকারীরা হলেন—মোঃ আসাদ আলী, মানিক ইসলাম, সোহরাব আলী, আব্দুস সালাম, আবু বক্কর সিদ্দিক, রাব্বি ইসলাম, নুর হোসেন, লাবু ইসলাম, আশরাফুল ইসলাম, জনাব আলী ও নুর জামাল।
যা বললেন নেতৃবৃন্দ :
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনাব মতিউর রহমান। তিনি নবাগতদের স্বাগত জানিয়ে বলেন, “দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে ঐক্যবদ্ধ পথচলা অত্যন্ত জরুরি। জামায়াতে ইসলামীর সুশৃঙ্খল কাতারে শামিল হওয়ার এই সিদ্ধান্ত বীরগঞ্জের রাজনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।”
বিশেষ অতিথির বক্তব্যে দিনাজপুর জেলা জামায়াতে ইসলামের কর্মপরিষদ সদস্য আলহাজ্ব রবিউল ইসলাম এবং শ্রমিক কল্যাণ ফেডারেশনের জেলা সভাপতি জাকিরুল ইসলাম বলেন, জনগণের অধিকার আদায়ে ত্যাগী কর্মীদের মূল্যায়ন জামায়াতে ইসলামীর অন্যতম বৈশিষ্ট্য।
রাজনৈতিক গুরুত্ব :
স্থানীয় বিশ্লেষকদের মতে, জাতীয় নির্বাচনের প্রাক্কালে মাঠ পর্যায়ের পদধারী নেতাদের এই দলবদল ইসলামি আন্দোলনের সাংগঠনিক শক্তির জন্য ধাক্কা হতে পারে। অন্যদিকে, বীরগঞ্জ-কাহারোল আসনে নিজেদের অবস্থান আরও সুসংহত করার বার্তা দিল জামায়াতে ইসলামী।
অনুষ্ঠানে বীরগঞ্জ ও কাহারোল উপজেলার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন, যার মধ্যে উপজেলা আমির ক্বারী আজিজুর রহমান এবং মাওলানা তরিকুল ইসলাম অন্যতম। যোগদানকারী কর্মীরা জানিয়েছেন, জামায়াতের নীতি ও আদর্শের প্রতি আকৃষ্ট হয়েই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।


