স্টাফ রিপোর্টার: মোঃ মাহমুদুল হাসান
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৪৩ চাঁপাইনবাবগঞ্জ-১ শিবগঞ্জ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা,বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব অধ্যাপক মোঃ শাহজাহান মিঞা মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার মোঃ আশিক আহমেদের কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শিবগঞ্জ উপজেলা বিএনপি’র আহ্বায়ক মোঃ আশরাফুল হক,সদস্য সচিব মোঃ তোসিকুল ইসলাম, পৌর বিএনপি’র আহ্বায়ক মোঃ শফিকুল ইসলাম, সদস্য সচিব মোঃ আলমগীর কবির জুয়েল, শিবগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ্ব মোঃ শামীম কবির হেলিম, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলী আহমেদ বাবুসহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
চাঁপাইনবাবগঞ্জ-১ আসনটি শিবগঞ্জ উপজেলার ১৬ টি ইউনিয়ন ও একটি পৌরসভা নিয়ে গঠিত। এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৮১ জন। এরমধ্যে পুরুষ ২ লাখ ৫৫ হাজার ৩১৪ জন ও নারী ভোটার রয়েছে ২ লাখ ৪৪ হাজার ৮৬৭ জন। এ আসন থেকে শাহজাহান মিঞা ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।
মনোনয়নপত্র জমা দেয়া শেষে শাহজাহান মিঞা বলেন, আমি বিশ্বাস করি শিবগঞ্জ উপজেলার জনগণ ধানের শীষের পাশে আছে। আমাদের প্রিয় নেতা বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনে সারাদেশে জনগণের মধ্যে অভূতপূর্ব সাড়া পড়েছে। আগামী নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করবো ইনশাআল্লাহ।


