অনলাইন ডেস্ক :
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আহ্বানে শনিবার (১৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় একটি বিশেষ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বিএনপি, জামায়াত ও এনসিপি নেতাদের অংশগ্রহণে এই বৈঠক হচ্ছে।
বিএনপি ও জামায়াত নেতারা সরাসরি বৈঠকে যোগ দিচ্ছেন। বিএনপির পক্ষে স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ ও হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম যমুনার বৈঠকে রয়েছে। জামায়াতের পক্ষ থেকে দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার ও সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের যোগ দিয়েছেন।
এনসিপির পক্ষে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ প্রধান উপদেষ্টার আহ্বানে বৈঠকে আছেন।
গতকাল শুক্রবার ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে এই বৈঠক ডাকা হয়। হামলার ঘটনায় প্রধান উপদেষ্টা গভীর উদ্বেগ ও মর্মবেদনা প্রকাশ করেছেন।
ওসমান হাদির ভাই ওমর বিন হাদির সঙ্গে টেলিফোনে কথা বলেন প্রধান উপদেষ্টা। তিনি জানান, হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারে জরুরি বৈঠক থেকে নির্দেশ দেওয়া হয়েছে।
হামলার পর শুক্রবার সন্ধ্যায় যমুনায় উপদেষ্টা পরিষদ সদস্য ও আইনশৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক করে প্রধান উপদেষ্টা। নিরাপত্তা পরিস্থিতি ও সর্বশেষ ঘটনাপ্রবাহ নিয়ে আলোচনা করা হয়।


