ইবি প্রতিনিধি :
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী সাজিদ আব্দুল্লাহ হত্যার প্রায় পাঁচ মাস পেরোলেও বিচার না হওয়ার প্রতিবাদ এবং দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবনের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে শিক্ষার্থীদের দাবির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সংগঠন জিয়া পরিষদ, গ্রীন ফোরাম ও সাদা দলের শিক্ষকরা একাত্মতা জানায়। এছাড়াও শাখা ছাত্রদল, ছাত্রশিবির, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন ও জমিয়তে তালাবায়ে আরাবিয়ার নেতৃবৃন্দও মানববন্ধনে অংশ নেয়। এসময় শিক্ষার্থীরা ১৭ ডিসেম্বরের মধ্যে হত্যাকারীদের গ্রেফতার করতে না পারলে উপাচার্যের কার্যালয় ঘেরাওয়ের ঘোষণা দেন।
এসময় জিয়া পরিষদের কেন্দ্রীয় মহাসচিব ড. এমতাজ হোসেন, ইউট্যাব ইবি শাখার সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, সাদা দলের আহ্বায়ক ড. একেএম মতিনুর রহমান, গ্রীণ ফোরামের সাধারণ সম্পাদক ড. মোস্তাফিজুর রহমান ও জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম সহ বিএনপি-জামায়াতপন্থি বিভিন্ন শিক্ষক ও অন্যান্য শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এসময় শিক্ষার্থীরা বলেন, আগামী ১৭ তারিখ সাজিদ হত্যার ৫ মাস পূর্ণ হবে। এরমধ্যে প্রশাসন খুনিদের গ্রেপ্তার করতে না পারলে সেদিনই আমরা উপাচার্যের কার্যালয় ঘেরাও করবো।
অধ্যাপক এমতাজ হোসেন বলেন, ‘সাজিদ হত্যার ১৪৫ দিন পার হলেও খুনিদের গ্রেফতারে কোনো দৃশ্যমান অগ্রগতি না হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছে। এছাড়া বিচারকার্যে এতো দীর্ঘ সময় লাগার পেছনে কারও ব্যক্তিগত স্বার্থ বা নেপথ্যে প্রভাব থাকতে পারে।’
অধ্যাপক মোস্তাফিজুর রহমান বলেন, ‘বিচার দাবিতে এখনও ছাত্রদেরকে আন্দোলনে নামতে হচ্ছে। পাঁচ মাস অতিক্রান্ত হওয়ার পরও সিআইডি কেন প্রকৃত সত্য সামনে আনতে পারছে না? আমরা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের শনাক্ত করে অতিদ্রুত শাস্তির আওতায় আনার আহ্বান জানাচ্ছি।’


