এম,এ বারী, নাচোল(চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে সাংবাদিকদের সাথে ৪৪,চাঁপাইনবাবগঞ্জ-২ আসন (নাচোল,গোমস্তাপুর,ভোলাহাট) বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সেমবার (৮ই ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় পৌর জামায়াতের আয়োজনে নাচোল মধ্যবাজার দলীয় কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। জামায়াতের পৌর আমীর মনিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বাংলাদেশ জমায়াত ইসলামি’র মনোনীত প্রার্থী ড. মিজানুর রহমান। এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, জেলা জামায়াতের সহ সেক্রেটারী ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামাতে ইসলামীর নির্বাচনী সমন্বয়ক ইয়াহ্ইয়া খালেদ, উপজেলা নায়েবে আমীর ডা.রফিকুল ইসলাম।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে, ড.মিজানুর রহমান বলেন আমি নির্বাচিত হলে, নতুন কর্মসংস্থান তৈরী বেকারত্ব দূরীকরণ মাদক মুক্ত সমাজ, রাস্তাঘাটের উন্নয়নসহ বিভিন্ন আশ্বাস প্রদান করেন তিনি আরও বলেন জাতীয় সংসদে, সৎ ও ইমানদার প্রতিনিধি বাছাই করা প্রতিটি ভোটারের ঈমানী দায়িত্ব। আর এ দায়িত্ববোধ থেকে ভোটারদেরকে যোগ্য প্রার্থী বাছাই করার আহ্বান করছি।
এসময় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উপজেলা ও পৌর জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


