অনলাইন ডেস্ক :
ঢাকাসহ দেশের সব সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ২০২৬ শিক্ষাবর্ষের ১ম থেকে ৯ম শ্রেণিতে ভর্তি কার্যক্রমের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয়। এবারের ভর্তি প্রক্রিয়ায় কোনো বিদ্যালয় থেকে আলাদা করে ফরম বিতরণ করা হবে না। সম্পূর্ণ আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে।
গতকাল শুক্রবার (১৪ নভেম্বর) পৃথক বিজ্ঞপ্তিতে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ‘সরকারি ও বেসরকারি বিদ্যালয়সমূহে ভর্তি’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহে আগামী ২১ নভেম্বর সকাল ১১টা থেকে অনলাইনে আবেদন গ্রহণ শুরু হবে, যা চলবে ৫ ডিসেম্বর বিকাল ৫টা পর্যন্ত। gsa.teletalk.com.bd ওয়েবসাইটে গিয়ে আবেদন করা যাবে। এ ক্ষেত্রে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা, যা শুধুমাত্র টেলিটক প্রি-পেইড নম্বর থেকে এসএমএসের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আবেদনের সময় সারাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানের থানাভিত্তিক তালিকা থেকে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দক্রম অনুযায়ী নির্বাচন করা যাবে। তবে ডাবল শিফট বিদ্যালয়ের উভয় শিফট বেছে নিলে তা দুইটি পছন্দ হিসেবে গণ্য হবে। একই বিদ্যালয় বা একই শিফট পুনরায় বেছে নেওয়া যাবে না। ভর্তির ক্ষেত্রে সারাদেশের সরকারি বিদ্যালয়গুলোতে কেন্দ্রীয়ভাবে আয়োজিত ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে; কোনো ধরনের পরীক্ষা নেওয়া যাবে না।
বয়সসীমা সম্পর্কে জানানো হয়েছে, জাতীয় শিক্ষানীতি-২০১০ অনুযায়ী ১ম শ্রেণিতে ভর্তি হতে শিক্ষার্থীর বয়স ধরা হয়েছে ৬+। কাঙ্ক্ষিত শিক্ষাবর্ষের ১ জানুয়ারি ন্যূনতম বয়স ৫ বছর এবং ৩১ ডিসেম্বর সর্বোচ্চ ৭ বছর হতে হবে। বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধনের সত্যায়িত কপি জমা দিতে হবে। বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত সুবিধা প্রযোজ্য হবে।
সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মরত শিক্ষক-কর্মচারীদের ভর্তি-উপযুক্ত সন্তানের জন্য নিজ প্রতিষ্ঠানেই সমসংখ্যক অতিরিক্ত আসন সংরক্ষণের কথা উল্লেখ করা হয়েছে। তবে সংশ্লিষ্ট বিদ্যালয়ে কাঙ্ক্ষিত শ্রেণি না থাকলে নিকটবর্তী উপযোগী প্রতিষ্ঠানে এ সুযোগ পাওয়া যাবে। তাদের অনলাইনে আবেদন করার প্রয়োজন নেই। ভর্তি সংক্রান্ত তারিখ, সময় ও স্থান পরে জানিয়ে দেওয়া হবে। বিস্তারিত পাওয়া যাবে মন্ত্রণালয়ের ওয়েবসাইটে।
অন্যদিকে, বেসরকারি স্কুল, স্কুল অ্যান্ড কলেজ (মাধ্যমিক, নিম্ন মাধ্যমিক ও সংযুক্ত প্রাথমিক স্তর)–এর জন্যও একই সময়সীমায় অনলাইন আবেদন গ্রহণ করা হবে। ঢাকা মহানগরী, বিভাগীয় মেট্রোপলিটন এলাকা, জেলার সদর উপজেলা এবং অন্যান্য উপজেলার উপজেলা সদরের সব বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন করতে হবে একই ওয়েবসাইটের মাধ্যমে।
বেসরকারি প্রতিষ্ঠানে আবেদন ও বয়সসীমা সরকারি বিদ্যালয়ের মতোই থাকবে। তবে এসব প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী এবং ম্যানেজিং কমিটির সদস্যদের সন্তানরা যোগ্যতা পূরণ সাপেক্ষে সাধারণ নিয়মে আবেদন করতে পারবে। এ ক্ষেত্রে কোনো পোষ্য, আত্মীয়স্বজন বা কমিটির সদস্যদের জন্য আলাদা আসন সংরক্ষণের বিধান রাখা হয়নি।
বেসরকারি বিদ্যালয়গুলোর ভর্তি-সংক্রান্ত পরবর্তী কার্যক্রম, ফলাফল প্রকাশ এবং লটারি প্রক্রিয়ার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

