নিজস্ব প্রতিবেদক:
রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সংগঠনের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শরিফুল ইসলাম জনি।
জানা গেছে, রাজশাহী মহানগর বিএনপিতে মহানগর যুবদলের আহ্বায়ক মাহফুজুর রহমান রিটন পদায়িত হওয়ায় কেন্দ্রীয় যুবদল এ সিদ্ধান্ত নিয়েছে।
বুধবার (১২ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন যৌথভাবে স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শরিফুল ইসলাম জনিকে রাজশাহী মহানগর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়।
কেন্দ্রীয় যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী মহানগর কমিটির কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
শরিফুল ইসলাম জনি ২০২১ সালে রাজশাহী মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পান। এর আগে তিনি রাজশাহী জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।


