আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলায় গত ৯ মাস ধরে বিধবা ভাতা থেকে বঞ্চিত রয়েছেন এক বিধবা ভাতা সুবিধাভোগী নারী। সুবিধাভোগীর নাম মোছা. গোলাপি বেগম। তিনি উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের চরুয়াপাড়া পাটোয়ারী এলাকার বাসিন্দা এবং মৃত জেলাল উদ্দিনের স্ত্রী।
জানা গেছে, ২০১৪ সাল থেকে নিয়মিতভাবে তিনি বিধবা ভাতা পেয়ে আসছিলেন। তবে চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে ভাতা বন্ধ রয়েছে। স্থানীয়ভাবে অভিযোগ উঠেছে, সমাজসেবা অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা কখনো কখনো ঘুষের বিনিময়ে প্রকৃত সুবিধাভোগীদের নাম বাদ দিয়ে অন্যদের নাম অন্তর্ভুক্ত করেন।
গোলাপী বেগম বলেন, এই ভাতা দিয়ে আমি কোনো রকমে চলতাম। এখন ভাতা বন্ধ করে দিয়েছে, আমি খুব কষ্টে আছি।
ভাতা বন্ধ থাকায় তিনি তিন দফায় মোট সাড়ে চার হাজার টাকা থেকে বঞ্চিত হয়েছেন। অথচ এই ভাতাই ছিল তার জীবিকা নির্বাহের একমাত্র ভরসা।
তবে ভাতা বন্ধের পেছনে কোনো দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন চিলমারী উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাজমুল হাসান। তিনি জানান, ওই মহিলা লাইভ ভেরিফিকেশনে উপস্থিত না থাকায় তার ভাতা সাময়িকভাবে বন্ধ ছিল। তিনি আমার কাছে এসেছেন। আগামী মাস থেকে নিয়মিত ভাতা পাবেন।


