আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-
কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলার দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুল সংলগ্ন এলাকার আশরাফুল আলমের এক বছর বয়সী ছেলে সিফাত জন্মের সময় থেকেই মাথায় বিরল রোগে আক্রান্ত। ছোট্ট সিফাতের মাথার এই জটিল সমস্যার কারণে তার পরিবার এখন গভীর উদ্বেগ ও অসহায়ত্বে দিন কাটাচ্ছে।
পরিবারটি এরই মধ্যে ভূরুঙ্গামারী ও রংপুরের একাধিক চিকিৎসকের শরণাপন্ন হয়েছে। তবে স্থানীয় চিকিৎসকরা শিশুটির উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পরামর্শ দিয়েছেন। কিন্তু সিফাতের বাবা আশরাফুল আলম ও দাদা মাছ বিক্রি করে জীবিকা নির্বাহ করেন। নানা মারা গেছে। সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে ব্যয়বহুল চিকিৎসা করা সম্ভব নয়।
তাদের বাড়ি ভূরুঙ্গামারী সাদ্দাম মোড় থেকে সামাদের ঘাট যাওয়ার পথে, দক্ষিণ চর ভূরুঙ্গামারী সরকারি প্রাইমারি স্কুলের পাশে। শিশুটির অবস্থা দিন দিন অবনতির দিকে যাচ্ছে, অথচ অর্থাভাবে তার চিকিৎসা থেমে আছে।
সিফাতের মা-বাবা মানবিক সহায়তার জন্য দেশের বিত্তবান ও হৃদয়বান মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন।
এক বছরের নিষ্পাপ শিশু সিফাত এখন জীবন-মৃত্যুর মাঝপথে লড়ছে। হয়তো আপনার একটি সহযোগিতাই ফিরিয়ে দিতে পারে তার জীবনের আলো, ফিরিয়ে আনতে পারে এক অসহায় পরিবারের মুখে হাসি।
একজন মানুষকে বাঁচানো মানে যেন পুরো মানবতাকেই বাঁচানো। আসুন, মানবতার তাগিদে সিফাতের পাশে দাঁড়াই।