স্পোর্টস ডেস্ক :
এশিয়া কাপের ৪১ বছরের ইতিহাসে প্রথমবার ফাইনালে মুখোমুখি হচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। আজ রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে এই হাইভোল্টেজ ম্যাচ।
সবকিছু ঠিক থাকলে দুই দলই নিজেদের সেরা একাদশ নিয়ে নামবে ফাইনাল খেলতে। তবে ভারতের অন্যতম তারকা অলরাউন্ডার হার্দিক পান্ডিয়ার ফাইনাল খেলা এখনো দুলছে। এছাড়া অভিষেক শর্মা এবং তিলক বর্মাকে নিয়েও আছে শঙ্কা।
জানা গেছে, এ তিন ক্রিকেটারেরই মাংশপেশিতে টান লেগেছে শ্রীলঙ্কা ম্যাচে। তবে অভিষেক এবং তিলকের খেলা প্রায় নিশ্চিত। আর হার্দিক যদি ফুলফিট হতে না পারেন, তবে তার জায়গায় খেলবে অর্শদিপ সিং।
ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুবমন গিল, সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, শিভম দুবে, কুলদিপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুন চক্রবর্তী।
এদিকে, বাংলাদেশকে যে একাদশ হারিয়েছে তাদের ওপরেই আস্থা রাখতে যাচ্ছে পাকিস্তান।
পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ুব, সালমান আঘা (অধিনায়ক), হুসেইন তালাত, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নেওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।